গৃহকর্মী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পরীমনি, বললেন আইনি পথে মোকাবিলা করবেন

বিনোদন

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, এক বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় পিংকি আক্তার নামের ওই গৃহকর্মী একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে পরীমনি একটি ফেসবুক লাইভে এসে তাঁর বক্তব্য তুলে ধরেন। ২১ মিনিটের ওই ভিডিওতে পরীমনি জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সব প্রমাণ তাঁর কাছে রয়েছে। অভিযোগটি তিনি আইনিভাবে মোকাবিলা করবেন।

লাইভে পরীমনি বলেন, তাঁর পরিবারের সদস্যদের বড় অংশই স্টাফদের নিয়ে গঠিত। তিনি দাবি করেন, অভিযোগকারীর সঙ্গে তাঁর সম্পর্ক গৃহকর্মী ও গৃহকর্ত্রীর ছিল না।

পরীমনি আরও বলেন, অভিযোগটি যাচাই না করেই গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। এতে তিনি ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে পুলিশ তাঁর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে।

ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *