
বাংলাদেশ ফুটবলের নতুন আলো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে অভিষেকেই ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। দেশে ফিরেই ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছেন এই মিডফিল্ডার।
এই তারকার সঙ্গে দেখা করেছেন জাতীয় ক্রিকেট দলের ব্যাটার লিটন দাস। হামজার সঙ্গে ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিটন লিখেছেন, “দারুণ বিনয়ী মানুষ ও অসাধারণ এক খেলোয়াড়। তার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
লিটনের সঙ্গে তার স্ত্রীও উপস্থিত ছিলেন, যদিও তিনি ক্যামেরার পেছনে ছিলেন। বর্তমানে ঈদের ছুটি কাটাচ্ছেন লিটন, এরপর ডিপিএলে খেলবেন এবং জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি নেবেন। এছাড়া, পিএসএলে করাচি কিংসের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি।