ভারতের বিপক্ষে গোলের আক্ষেপ ঘোচাতে চান ইব্রাহিম রক্ষণ সামলাতে প্রস্তুত তপু

ভারতের বিপক্ষে গোলের আক্ষেপ ঘোচাতে চান ইব্রাহিম রক্ষণ সামলাতে প্রস্তুত তপু

খেলা

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে এই ফরোয়ার্ড এবার গোলের খরা কাটাতে চান।

বর্তমানে বাংলাদেশ দল রয়েছে শিলংয়ে। ২৫ মার্চের ম্যাচ নিয়ে ইব্রাহিম বলেন, “২০১৯ সালে সল্টলেকে ভারতের বিপক্ষে খেলেছিলাম, কিন্তু গোল করতে পারিনি। এবার সেই আক্ষেপ দূর করতে চাই।” আক্রমণভাগের সতীর্থদের নিয়ে সুযোগ কাজে লাগানোর পরিকল্পনাও জানান তিনি।

এদিকে, রক্ষণভাগ সামলাতে প্রস্তুত তপু বর্মণ। ভারতের বিপক্ষে ম্যাচটিকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, “গোল না খাওয়াই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, তাই দায়িত্বও বেশি।”

বিশেষ নজরে থাকবেন ভারতের সুনীল ছেত্রী, যিনি বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরেছেন। তাকে থামানোর পরিকল্পনার কথা জানিয়ে তপু বলেন, “ছেত্রী ফেরার পর ভারত ম্যাচ জিতেছে, তাই তাকে আটকানো গুরুত্বপূর্ণ।”

২৫ মার্চের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে, শিলংয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত লাল-সবুজের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *