ক্রিকেটার বিরাট কোহলি-সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে কলকাতাকে উড়িয়ে দিল বেঙ্গালুরু

ক্রিকেটার বিরাট কোহলি-সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে কলকাতাকে উড়িয়ে দিল বেঙ্গালুরু

খেলা

কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি ও ফিল সল্টের সেঞ্চুরির কল্যাণে ১৭৫ রানের লক্ষ্যকে খেলাচ্ছলে তাড়া করে কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শনিবার ২২ মার্চ আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে রজত পতিদারের নেতৃত্বাধীন বেঙ্গালুরু ২২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তে সফল হয় বেঙ্গালুরু, কলকাতাকে ৮ উইকেটে ১৭৪ রানে আটকে রাখে তারা। কেকেআরের হয়ে সুনীল নারিন ২৬ বলে ৪৪ ও অধিনায়ক অজিঙ্ক রাহানে ৩১ বলে ৫৬ রান করেন, তবে তা যথেষ্ট ছিল না।

জবাবে, বেঙ্গালুরুর ওপেনিং জুটিই স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দেয়। বিরাট কোহলি ৩৬ বলে ৫৯* ও ফিল সল্ট ৩১ বলে ৫৬ রান করে কলকাতার বোলারদের পাত্তাই দেননি। ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে সহজেই জয় নিশ্চিত করে আরসিবি।

এদিন কলকাতার ইডেন গার্ডেন্সেই উদ্বোধন হয় আইপিএল ২০২৫-এর অষ্টাদশ আসর। ২০০৮ সালের প্রথম আইপিএল ম্যাচেও মুখোমুখি হয়েছিল কেকেআর ও আরসিবি। সেই ঐতিহ্য বজায় রেখেই নতুন আসরের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করল বেঙ্গালুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *