
অবশেষে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি এখন দেশের সবচেয়ে আলোচিত ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বুধবার (১৯ মার্চ) একটি সংবাদ সম্মেলনে হামজাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়, যেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া হামজাকে বাংলাদেশের লিওনেল মেসি বলে অভিহিত করেন। জামাল বলেন, “আপনারা সবাই খুশি, কারণ হামজা আসছে। আমি যা শুরু করেছি, সেটা অন্য ফুটবলারদের জন্য প্রেরণা জুগিয়েছে। আর হামজা তো বাংলাদেশের মেসি।”
এদিকে, সুনীল ছেত্রীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে জামাল জানান, সুনীল একজন ভালো খেলোয়াড় হলেও, হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন। “সুনীল ছেত্রী একজন ভালো খেলোয়াড়, তবে ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা তার নেই, কিন্তু হামজা সেই অভিজ্ঞতা নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন,” যোগ করেন জামাল।
বাংলাদেশ আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে, যেখানে হামজা চৌধুরীর আন্তর্জাতিক অভিষেক হবে।