টাঙ্গাইল পলিটেকনিকের শিক্ষার্থীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

টাঙ্গাইল সদর প্রতিষ্ঠান শিক্ষা

নিজস্ব প্রতিবেদক: ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলার হাইকোর্টের রায়ের প্রতিবাদে টাঙ্গাইলে চলমান ক্লাস পরীক্ষা বন্ধ করে মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

অবরোধ বৃহস্পতিবার বেলা ১১ টা ৪০ মিনিট থেকে শুরু করে ১২ টা ৩৫ মিনিট পর্যন্ত চলে।

পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা বলেন, মঙ্গলবার হাইকোর্ট ৩০% পদ দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছে। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০% কমে গেল। হাইকোর্টের এমন রায় টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা কোনভাবেই মেনে নিতে পারছি না। আমরা এর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সেই সাথে আমরা টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সকল প্রকার ক্লাস এবং চলমান পর্ব মধ্য পরীক্ষা পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বর্জণ ঘোষণা করছি। দাবি না মানলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করবো না।

মহাসড়ক অবরোধের কারণে ঢাকাগামী ও উত্তরবঙ্গমুখী দুপাশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কথা বলে শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেয়।

টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *