শান্তর সেঞ্চুরিতে আবাহনীর দারুণ জয়, বিজয়ের ব্যাটে উড়ল গাজী গ্রুপ

শান্তর সেঞ্চুরিতে আবাহনীর দারুণ জয়, বিজয়ের ব্যাটে উড়ল গাজী গ্রুপ

খেলা

নাম যেমন, ব্যাটও যেন তেমন! অবশেষে ফর্মে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে আবাহনী লিমিটেডকে এনে দিলেন ৪ উইকেটের জয়। লিজেন্ডস অব রূপগঞ্জের দেওয়া ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শান্ত ১০১ রানের ইনিংস খেলেন, যা ছিল তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। শেষ দিকে মমিনুল হক (৩৫) ও মাহফিজুর রহমান রাব্বির (৩১) দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে আবাহনী।

এর আগে রূপগঞ্জের হয়ে সাইফ হাসান (৬৭) ও মাহমুদুল হাসান জয় (৫৮) ফিফটি করলেও দলীয় স্কোর ২৯২ রানের বেশি হয়নি।

বিজয়ের সেঞ্চুরিতে গাজী গ্রুপের দাপুটে জয়

অপর ম্যাচে এনামুল হক বিজয়ের অসাধারণ সেঞ্চুরিতে ৬৫ রানের জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তার ১৪৯ রানের অপরাজিত ইনিংসে ৩৩৬ রান সংগ্রহ করে দলটি। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন মুশফিকুর রহিম, তবে দলীয় স্কোর ২৭১ রানের বেশি হয়নি। মোহামেডানের হয়ে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ, যদিও তিনি ১০৭ রান দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের সবচেয়ে খারাপ বোলিং পারফরম্যান্স করেন।

জয়ে ফিরেছে প্রাইম ব্যাংক

টানা দুই ম্যাচে হারের পর আজ জয়ের দেখা পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ধানমণ্ডি স্পোর্টস ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে তারা। দলের হয়ে ফিফটি করেন জাকির হাসান (৬৪), শামীম হোসেন (৬২*) ও ইরফান শুক্কুর (৫৬*)। ধানমণ্ডির হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন ফজলে মাহমুদ রাব্বি। বল হাতে ৩টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও আরাফাত সানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *