
বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। শুক্রবার (২১ মার্চ) ব্রাজিল খেলবে কলম্বিয়ার বিপক্ষে, আর শনিবার (২২ মার্চ) উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
তবে সবচেয়ে আলোচিত ম্যাচটি হবে ২৬ মার্চ, যেখানে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে ইনজুরির কারণে খেলতে পারবেন না লিওনেল মেসি ও নেইমার।
মেসিকে ছাড়াই অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা, যেখানে আক্রমণভাগের দায়িত্বে থাকবেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।
অন্যদিকে, বিশ্বকাপ বাছাইপর্বে ছন্দে নেই ব্রাজিল। ১২ ম্যাচে মাত্র ৫ জয়ে তারা পঞ্চম স্থানে রয়েছে। শক্ত প্রতিপক্ষ কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে হবে সেলেসাওদের।