সিনেমা দাগি’র সুনেরাহর বাবা নিশো মা তমা মির্জা!

সিনেমা দাগি’র সুনেরাহর বাবা নিশো মা তমা মির্জা!

Uncategorized বিনোদন

থম সিনেমা মুক্তির প্রায় দুই বছর অর্থাৎ ৬২৭ দিন পর প্রেক্ষাগৃহে আসছেন আফরান নিশো। সদ্যই উন্মুক্ত হয়েছে তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘দাগি’র টিজার। যেখানে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে দেখা গেছে এই নায়ককে। ১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে আফরান নিশো ছাড়াও দেখা গেছে তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল ও শহিদুজ্জামান সেলিমকেও।

টিজারের শেষে নিশোকে দেখা গেছে কয়েদির পোশাকে, যার কয়েদি নম্বর ৭৮৬। এখন প্রশ্ন ওঠেছে, নিশো কেন জেলে? কিসের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেছেন তিনি? এর উত্তর জানা যাবে প্রেক্ষাগৃহে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।

আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। তবে একাধিক ঘনিষ্ট সূত্রের খবর, ‘দাগি’-তে নিশো ও তমা মির্জার মেয়ের চরিত্রে দেখা যাবে সুনেরাহকে। এই বিষয়ে কেউই মুখ খুলতে চান না আপাতত। সিনেমাটির নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি। শুধু বললেন, ‘আমি কিছুই জানি না।

এর আগে নির্মাতা জানিয়েছেন, ‘দাগি’ এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে। মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প ‘দাগি’-তে আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, প্রীতি আলভি প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *