পূর্ণিমা রান্নাবান্নাতেই ব্যস্ত

জনপ্রিয় নায়িকা পূর্ণিমা রান্নাবান্না নিয়ে ব্যস্ত!

বিনোদন

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা এখন পর্দা থেকে দুরেই আছেন বলা যায়। উল্লেখযোগ্য কোনো কাজে চুক্তিবদ্ধ হওয়ার খবরও নেই এই নায়িকার। বিভিন্ন রিয়্যালিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করতে দেখা যায় অভিনেত্রীকে।

তবে বর্তমানে রান্নাবান্না নিয়েই ব্যস্ত পূর্ণিমা। সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমকে তিনি জানান, রান্নার একটি প্রোগ্রাম নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার। পূর্ণিমা বর্তমানে দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজনের দায়িত্ব পালন করছেন।

তিনি ও তার সহকর্মীরা মিলে খুঁজে বের করছেন দেশসেরা রন্ধনশিল্পীদের, যা এই নায়িকা বেশ উপভোগ করছেন বলেও জানান তিনি। নিজের ফেসবুক পেজেও ‘সেরা রাঁধুনী সিজন ৮’-এর প্রমোটিং করতে দেখা গেছে অভিনেত্রীকে। পূর্ণিমাকে সবশেষ দেখা যায় সরকারি অনুদানে নির্মিত ও ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায়। এতে বিপরীতে অভিনয় করেন ফেরদৌস আহমেদ।

এ ছাড়া নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। দীর্ঘদিন ধরেই সিনেমা দুটির কাজ থমকে আছে। একটিতে তার বিপরীতে আছেন নায়ক ফেরদৌস, আরেকটিতে আরিফিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *