কাদের সিদ্দিকী ‘জামায়াতের সঙ্গে বেহেশতেও যাবো না গেলেন দলটির ইফতার মাহফিলে

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের জেলা জামায়াতের ইফতার মাহফিলে অংশগ্রহন

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

‘জামায়াতে ইসলামীর সঙ্গে বেহেশতে যেতেও রাজি নন’ বলে ঘোষণা দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম এবার অংশ নিয়েছেন জেলা জামায়াতের ইফতার মাহফিলে।

শনিবার, ৮ মার্চ টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশগ্রহন করেন। তবে এ অনুষ্ঠানে তিনি কোনও বক্তব্য দেননি।

এর আগে ২০২৩ সালের ২৬ জানুয়ারি টাঙ্গাইলের সখিপুর উপজেলার হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আল্লাহ যদি আমাকে বেহেশতেও নিতে চান, আমি জামায়াতের সঙ্গে বেহেশতে যাবো না। কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যুদ্ধের সময় মা-বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। জামায়াত ছাড়া কারও সঙ্গে আমার কোনও বিরোধ নেই।’

এ ছাড়াও গত বছরের ৩ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় বিএনপি নিয়ে একই ধরনের মন্তব্য করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছিলেন, ‘আমাদের ভাতিজা জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান ইংল্যান্ডে বসে যদি বিএনপির নেতা হয়, নেতৃত্ব দেয় তাহলে আমি সেই বিএনপির সাথেও বেহেশতে যেতে চাই না।’

এদিকে, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নেওয়ায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জেলা জামায়াতের অনুষ্ঠানে যোগ দেওয়ায় তার নিজ দলের নেতাকর্মীরাও হতভম্ব। এই প্রথম বঙ্গবীর কাদের সিদ্দিকী জামায়াতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন।

২০১৮ সালে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিয়ে ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিল। এতে কৃষক শ্রমিক জনতা লীগও ছিল। দেশের এই বর্তমান প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকী কোন দিকে মোড় নেবেন বিষয়টি নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

এ ইফতার মাহফিলে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ, সেক্রেটারি জেনারেল হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শফিকুল ইসলাম খান প্রমুখসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *