মাহমুদউল্লাহ-তাসকিন বাদ সাকিব বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মুশফিক-

মাহমুদউল্লাহ-তাসকিন বাদ সাকিব বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মুশফিক

খেলা জাতীয়

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি আনুষ্ঠানিকভাবে এখনও কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেনি। তবে, ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, একমাত্র ক্রিকেটার হিসেবে এ+ ক্যাটাগরিতে থাকছেন পেসার তাসকিন আহমেদ।

রপর এ ক্যাটাগরিতে আছেন টেস্ট ও ওয়ানডে- দুই ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম। এরপর বি ক্যাটাগরিতে থাকছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানারা।

সি ক্যাটাগরিতে থাকছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও শেখ মেহেদীর মতো ক্রিকেটার। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন নাসুম আহমেদ, খালেদ আহমেদরাও। এই দুই ক্রিকেটার আছেন ক্যাটাগরি ডি তে। মাহমুদউল্লাহ ইতোমধ্যে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।

এখন শুধু ওয়ানডে খেলছেন। অন্যদিকে টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট খেলছেন মুশফিক। অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের কেউই বর্তমানে ফর্মে নেই। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের কাছেই বেশি প্রত্যাশা ছিল ভক্ত-সমর্থকদের। তবে প্রত্যাশার ছিঁটেফোটাও পূর্ণ করতে পারেননি পঞ্চপান্ডবের এই দুজন।

উল্লেখ্য, প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে দেখা যায়নি শামীম হায়দার পাটোয়ারীর নাম। থাকছে না সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *