টাঙ্গাইলে রমজান মাসে সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন

অর্থনীতি কৃষি টাঙ্গাইল সদর

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সারাবছর সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। জেলা থেকে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের কাছে এ পণ্য পৌঁছিয়ে দেওয়া হবে।

শনিবার, ১ মার্চ বিকেলে রমজান উপলক্ষে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

 

টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসভা চত্বরে এ বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ৩৮ টাকা হালি ডিম, ২৫০ টাকা কেজি ব্রয়লার মুরগি, ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস ও ৮০ টাকা লিটার হিসেবে দুধ বিক্রি করা হয়। এই বিক্রয় কেন্দ্র থেকে সপ্তাহে পাঁচদিন সাধারণ মানুষ দুধ, ডিম ও মাংস ক্রয় করতে পারবেন।

তিনি বলেন, কৃষি ব্যাংকের মতো মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে তারা সন্তুষ্ট হয়ে সেটি বাংলাদেশ ব্যাংকে দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক যদি স্বীকৃতি দেয় তাহলে দ্রুত মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংকের কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ দুটি একত্রে থাকে। কিন্তু আমাদের দেশে কেন যে আলাদা সেটি বুঝি না। কৃষি জমিতে যে কিটনাশক দেওয়া হয় সেটি মাছ এবং গরু-ছাগলের জন্য ক্ষতিকর। যারা পশু পালন করেন তাদের খেয়াল রাখা উচিৎ যেন ওই খামারের আশপাশে যাতে কেউ জমিতে কিটনাশক দিতে না পারে।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা, সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *