মধুপুরে দুইটি বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

অর্থনীতি প্রতিষ্ঠান মধুপুর শিক্ষা

মধুপুর প্রতিনিধি: মধুপুরে দুইটি বিদ্যালয়ে সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার, ১৩ ফ্রেরুয়ারি টাঙ্গাইলের দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধন করেন।

 

উপজেলার এ এইচ বি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বজলুর রশীদ খান চুন্নু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আফরোজ, দুপ্রকের মধুপুর উপজেলার সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমাদ প্রমুখ।

এরপরে নেদুর বাজার উচ্চ বিদ্যালয়েও সততা স্টোর উদ্বোধন করা হয়। এখানে ইমাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়। সেখানেও উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উভয় অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *