![](https://somoytaronganews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের শাহীন স্কুলের ২১ শিক্ষার্থীকে ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় হেলিকপ্টারে করে আকাশে ভ্রমণ করানো হয়েছে। পাখির চোখে টাঙ্গাইল শহর ও আশপাশের এলাকা দেখে কৃতী শিক্ষার্থীরা ভীষণ উচ্ছ্বসিত। আজ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি বিকেলে টাঙ্গাইলের শাহীন স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই হেলিকপ্টার ভ্রমণের আয়োজন করে।
বেলা তিনটার দিকে শহরের ঈদগাহ মাঠে হেলিকপ্টার এসে পৌঁছায়। সেখানে আগে থেকেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অপেক্ষা করছিলো। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্চয় কুমার মহন্ত শিক্ষার্থীদের হেলিকপ্টার ভ্রমণের উদ্বোধন করেন। এরপর একে একে চারজন করে শিক্ষার্থী হেলিকপ্টারে উড়ে ঘুরে দেখে টাঙ্গাইল শহর, যমুনা নদী ও আশপাশের এলাকা। ২১ জন শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও অভিভাবকদের মধ্য থেকে লটারির মাধ্যমে চারজনকে হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ দেওয়া হয়।
হেলিকপ্টার ভ্রমণ করে উচ্ছ্বসিত শিক্ষার্থী নাজমুস সাকিব বলে, ‘হেলিকপ্টারে ওঠার পর ভয় ভয় লাগছিল, আবার মজাও লাগছিল। ওপর থেকে আমাদের শহর অনেক সুন্দর দেখা গেছে।’ অপর শিক্ষার্থী আরিফা বলে, ‘আকাশ থেকে আমাদের শহর দেখে খুব মজা পেয়েছি। বড় বড় বিল্ডিংগুলোকেও অনেক ছোট দেখা গেছে।’
শাহীন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, ‘আমি শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, যারা ক্যাডেট কলেজের ভর্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদের হেলিকপ্টারে ভ্রমণ করাবো। ওদের দেখে অন্যরাও যাতে ভালো ফলাফলে উদ্বুদ্ধ হয়, সে জন্য আমি এ আয়োজন করেছি।’
উল্লেখ্য, এদিন সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।