ঘাটাইল প্রেসক্লাবের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘাটাইল প্রতিষ্ঠান মিডিয়া

ঘাটাইল প্রতিনিধি: ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেসক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা শনিবার দুপুরে ঘাটাইল প্রেসক্লাব কার্যালয়ের উপর তলায় ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়।

ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান সংবাদদাতা সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন।

বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিক ফারুক হোসেন ধলা। সাংবাদিকতার বিভিন্ন কলাকৌশল ও সমাজ রাষ্ট্র উন্নয়নে ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক এস এম শামীম আল মামুন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান তালুকদার, সংগঠক আব্দুল হালিম লেবু, সাংবাদিক নজরুল ইসলাম চান, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক কামরুজ্জামান সোয়েব। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা ঘাটাইল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কাটা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশনা করেন নজরুল বাউল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *