ঘাটাইল প্রতিনিধি: ”আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই শ্লোগানকে সামনে রেখে বেষ্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেড ঘাটাইল জোন ও সার্ভিসিং সেন্টারের আয়োজনে গ্রাহক, কর্মী সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২০ জানুয়ারী ঘাটাইল শাপলা পার্কে দিনব্যাপী এ সমাবেশে ৫ শতাধিক গ্রাহক ও কর্মী এ সমাবেশে বীমা কার্যক্রমের কর্মসূচি নিরাপত্তা ও সুযোগ সুবিধা সংক্রান্ত আলোচনায় অংশ নেন।
বেষ্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেড ঘাটাইল জোন ও সার্ভিসিং সেন্টারের ইনচার্জ মোঃ শিবলু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেষ্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল। সমাবেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ট্রেনিং মোঃ জামিল উদ্দিন মিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ।