
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে জানান টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ।
নিহত ৩৮ বছর বয়সি মো. ছানোয়ার হোসেন মধুপুর উপজেলার বট্টবাড়ি গ্রামের প্রয়াত হাসমত আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি তানভীর আহমেদ বলেন, বিকালে সদর হাসপাতাল ভবনের নিচতলায় গাইনি ওয়ার্ড থেকে একজনের মোবাইল চুরি করার সময় ধরা পড়েন ছানোয়ার হোসেন। এ সময় জনতা তাকে পেটাতে পেটাতে হাসপাতালে বাইরে নিয়ে যায়। পিটুনির এক পর্যায়ে ছানোয়ার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি তানভীর আহমেদ আরো বলেন, পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে। এছাড়া, নিহত ছানোয়ারের বাড়িতে খবর পাঠানো হয়েছে। বাড়ির লোকজন এলে মামলা নেওয়া হবে বলে ওসি জানান।
এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আলমগীর হোসেনের মুঠোফোনে রাতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউ ফোন ধরেননি।