নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জুলাই আগস্টের আন্দোলনে আহত যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১১ জানুয়ারি সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সবার আয়োজন করে। এতে জেলার ১২টি উপজেলার আহত ও নিহত পরিবারের সদস্যরা অংশ নেয়।
জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বৈষম্য বিরোধী ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল আমিন সিয়াম, মুখ্য সংগঠক সৈয়দ ইমতিয়াজ জাবেদ, মুখপাত্র ইফফাত রাইসা নুহা প্রমুখ।
সভায় আন্দোলনে আহত যোদ্ধারা তাদের সুচিকিৎসার দাবি করেন। এছাড়াও উপজেলা পর্যায়ে অনেক আহতদের খোঁজ-খবর নেয়া হয়নি বলেও অভিযোগ করেন। পাশাপাশি ২৪ এর জুলাই আগস্টের আন্দোলনকারী হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান।
প্রসঙ্গত, গত জুলাই-আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইল জেলায় মোট ৯ জন নিহত এবং ২০৬ জন আহত হয়।