টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

আইন আদালত টাঙ্গাইল টাঙ্গাইল সদর মিডিয়া

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মতবিনিময় করছেন। আজ সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে টাঙ্গাইল জেলা পুলিশ।

 

নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেছেন, আমি টাঙ্গাইলের মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। আমি এখানে জনপ্রিয় হতে আসি নাই। আমি যে কাজগুলো করতে চাই সেখানে কিছু মানুষ আমার বিপক্ষে থাকবে, আমি তাদের বিরুদ্ধে থাকবো।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নবাগত পুলিশ সুপার বলেন, মাদক সম্পূর্ণ নির্মূল করতে পারবো কি পারবো না সে বিষয়ে বলতে পারবো না। তবে মাদকগুলো কোন জায়গা থেকে আসছে, কোথায় কিভাবে ছড়িয়ে পড়ছে, সেই মূল জায়গাটা নিয়ে কাজ করতে চাই। এছাড়াও সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবো। মানুষকে মিথ্যা মামলা দিয়ে যেন হয়রানি না করা হয় সে বিষয়গুলো নিয়েও কাজ করবো।

সর্বোপরি জেলায় কর্মরত সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। এছাড়া, আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কাজ করার আগ্রহের কথা ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোঃ শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চাকরিকালীন সময়ে তিনি র‌্যাবে এবং গাজীপুরে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *