ঘাটাইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসব খেলা ঘাটাইল

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় লক্ষিন্দর ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে গ্রামীন ঐতিহ্য ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৮ ডিসেম্বর দিনব্যাপি জামালপুর, চাপাইনওয়াবগঞ্জ, নড়াইল, মধুপুর, ধনবাড়ী, ময়মনসিংহ, ৪০জন প্রতিযোগীর উপস্থিতিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লক্ষিন্দর ইউনিয়ন বিএনপি আয়োজিত বাঁশতৈল মাইনুল ইসলামের খামার বাড়িতে, রসুলপুর ইউনিয়ন বিএপির সাবেক সাধারণ সম্পাদক জি. এম. আজিজুল ইসলামের সভাপতিত্বে রসুলপুর ইউনিয়ন বিএনপির ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হালিম মিয়ার সঞ্চালনায় ঘোড়দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাইনুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হক (ছেন্টু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক (মঞ্জু), উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন (ধলা), সাবেক ছাত্রনেতা মোঃ শামীম মিয়া, পৌর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন শামীম, পৌরসভার সাবেক কশিনার মোঃ শহিদুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ঘোড় সোয়ারী মোঃ জয়নাল আবেদীন প্রমুখ। কদম এবং ধপট মোট চারটি রাউন্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *