
ভূঞাপুর প্রতিনিধি: বিনা সুদে এক লাখ টাকা করে ঋণ পাওয়ার প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে ভূঞাপুর উপজেলায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি একই ঘটনায় মধুপুরে একটি বাস থেকে ৬০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সোমবার, ২৫ নভেম্বর সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে ১৩ ও বিকালে মধুপুর থেকে ৬০ জনকে আটক করা হয়। সন্ধ্যা পর্যন্ত আটক ৭৩ জন ভূঞাপুর ও মধুপুর থানা পুলিশের হেফাজতে আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ভূঞাপুরে আটককৃতরা হলেন- গোপালপুর উপজেলার আব্দুর রশিদ, জয়নাল হোসেন, নাজমা বেগম, শিল্পী আক্তার, সমীরন বেগম, হাফিজা আক্তার, ভূঞাপুর উপজেলার মহিন উদ্দিন, খায়রুল আলম, সাগর, আব্দুস সামাদ, মোতালেব হোসেন, ঠান্ডু ও রহিমা বেগম। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। শাহবাগে যারা উপস্থিত হবেন, তাদের বিনা সুদে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। এমন প্রলোভনে পড়ে মাইক্রোবাসে ঢাকায় যাচ্ছিলেন তারা। যাওয়ার জন্য তাদের খরচও দেওয়া হয়েছে।
ভূঞাপুর থানা পুলিশ জানায়, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের সংগঠনের পক্ষ থেকে বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে। ওই প্রলোভনে পড়ে সকালে মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন ১৩ জন। ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় তাদের কাছে নগদ টাকা ও ওই সংগঠনের লিফলেট পাওয়া যায়।
মধুপুর থানা পুলিশ জানায়, বিকালে মধুপুরে একটি বাস থেকে ৬০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা ভোরে জামালপুর থেকে বাসে শাহবাগে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের সংগঠনের ডাকা সমাবেশে যোগ দিয়েছেন। বিকালে মধুপুরে পৌঁছালে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম বলেন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের সুদ ছাড়া মোটা অঙ্কের ঋণের প্রলোভনে পড়ে ঢাকায় যাওয়ার পথে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা জানিয়েছেন, এক লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে সমাগমের চেষ্টা করেছে ওই সংগঠন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবির বলেন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনের ডাকে ভোরে বাসে জামালপুর থেকে শাহবাগের উদ্দেশে রওনা হন ৬০ জন। তাদের এক লাখ টাকা করে দেবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। সাভারের নবীনগর পর্যন্ত যাওয়ার পর যে ব্যক্তির মাধ্যমে তারা যাচ্ছিলেন, তার মোবাইল নম্বর বন্ধ থাকায় আর ঢাকায় যাননি। এরই মধ্যে তারা প্রতারিত হয়েছেন বলে জানাজানি হয়। পরে জাতীয় স্মৃতিসৌধ ঘুরে জামালপুরে ফিরছিলেন তারা। মধুপুরে পৌঁছালে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।