টাঙ্গাইল শহরে রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে মশাল মিছিল

টাঙ্গাইল সদর রাজনীতি সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চেয়ে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

মঙ্গলবার, ২২ অক্টোবর সন্ধ্যায় শহরের শহীদ মিনারের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়। এটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিরুল ইসলাম, মো. আকরাম হোসেন, এসএম কামরুল ইসলাম, ফাতেমা রহমান বিথী, মো. শেরশাহ প্রমুখ।

উল্লেখ্য, ছাত্র-জনতার তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান। তিনি পালিয়ে যাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি।’

তবে, সম্প্রতি মানজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। এরপর সারাদেশে সরকার পতনে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র সমাজ নতুন করে বিক্ষুব্ধ হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *