বাতিঘর আদর্শ পাঠাগারে ’একটা দেশ যেভাবে দাঁড়ায়’ বই নিয়ে পাঠচক্র

ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইল সদর শিক্ষা সেমিনার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগার আয়োজিত সাপ্তাহিক পাঠচক্রের আসর অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে বাতিঘর আদর্শ পাঠাগারের পাঠকক্ষে এটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত বিষয় ছিল রাউফুল আলমের লেখা ‘একটা দেশ যেভাবে দাঁড়ায়’ বইটি।

 

পাঠাগারের সদস্য মনসুর হেলাল ও শাকিল আহমেদ বলেন- শিক্ষা যদি একটি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষাঙ্গনগুলো হলো সে মেরুদণ্ডের কশেরুকা। কশেরুকা দুর্বল হয়ে গেলে যেমন মানুষের মেরুদণ্ড দুর্বল হয়ে যায়, মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষাঙ্গন দুর্বল হয়ে গেলে একটা জাতি শির উঁচু করে সোজা হয়ে দাঁড়াতে পারে না। একটি দেশকে জাগাতে হলে শিক্ষাঙ্গনকে জাগাতে হয়। গবেষণাকে সংস্কৃতিতে রূপ দিতে হয়। একজন মানুষকে মূল্যায়ন করতে হয় শুধু কর্ম দিয়ে। যোগ্যকে উপযুক্ত স্থান দিতে হয়। অযোগ্যকে আগাছার মতো ধীরে ধীরে তুলে ফেলতে হয়। তারুণ্যের আগ্রহ ও নেশাকে রাষ্ট্রের সম্পদে রূপ দিতে হয়। মেধাকে লালন করতে হয়। মেধার তীব্র প্রতিযোগিতা প্রতিষ্ঠা করতে হয়। সারা দুনিয়ার সাথে জ্ঞান, গবেষণার আদান-প্রদান থাকতে হয়। আর এই বিষয়গুলোই অণুপ্রবন্ধ আকারে রচিত হয়েছে ‘একটা দেশ যেভাবে দাঁড়ায়’ বইটিতে। বইটি পড়তে পড়তে পাঠকের সামনে একটি কালের দর্পণ ভেসে উঠবে। বৈশ্বিক প্রতিযোগিতার এই সময় একটি সমাজ ও সমাজের তারুণ্য কী করে সগৌরবে- সমহিমায় দাঁড়াবে, সেসব দিকনির্দেশনা ও রূপরেখা দৃশ্যমান হয়ে উঠবে সেই দর্পণে।

পাঠচক্রে বক্তারা আরো বলেন, সমাজে জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করতে হলে সে রকম সহনশীল সংস্কৃতি থাকতে হবে। আর এর জন্য প্রয়োজন সেই সংস্কৃতি অনুধাবনের বোধ। জ্ঞানভিত্তিক সংস্কৃতি একদিনে তৈরি হয় না। লেখক মনে করেন সেরকম সংস্কৃতি তৈরির জন্য সমাজে বহুদিন ধরে কয়েকটি বিষয়ের চর্চা থাকতে হয়। সেগুলো হল- আন্ডারস্ট্যান্ডিং, ডিসকাশন, আরগুমেন্ট ও আইডিয়া।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য অনিক হাসান, সুমন চৌধুরী, সাজ্জাদ হোসেন, রিপন মিয়াসহ অন্যান্য পাঠক ও সদস্যরা।

উল্লেখ্য, ‌’এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বিগত ২০১০ সালে বাতিঘর আদর্শ পাঠাগার গড়ে ওঠে। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *