মধুপুর প্রতিনিধি: জেলার মধুপুরের বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ছাত্র জনতাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার, ৭ আগস্ট রাত সাড়ে ৭টায় মধুপুর শহিদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসের ভাষা শহিদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
মধুপুরের কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের নাগরিক অংশ নেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালিত হয়। বাংলাদেশের জাতীয় সংগীত ও শহিদদের নিয়ে সংগীত পরিবেশনের সময় উপস্থিত সবাই সমস্বরে গানে কণ্ঠ মেলান।
বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্যোগে ওই কর্মসূচিতে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান, আন্দোলনের স্থানীয় সমন্বয়ক সবুজ মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০১০ সালে বন্দুক যুদ্ধে এফ রহমান হলের নিজ কক্ষে অবস্থানরত গুলিবিদ্ধ হয়ে নিহত মেধাবী আবু বকরের ছোট ভাই ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক প্রমুখ বক্তৃতা করেন।