টাঙ্গাইলে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গুলিবিদ্ধসহ আহত ১০

অপরাধ কালিহাতী ঘাটাইল টাঙ্গাইল সদর ফিচার রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরসহ আশেপাশের পরিবেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও গুলিবর্ষণের পর উত্তপ্ত হয়ে উঠেছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। এরপরই ক্ষুব্ধ আন্দোলনকারীরা সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের গাড়িতে আগুন ও ভাঙচুর করেন। ঘটনার আগে সেখানে নেতাকর্মীদের সাথে বৈঠক করছিলেন সাবেক ওই সংসদ সদস্য।

এছাড়াও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের টাঙ্গাইল পৌরসভার পূর্ব আদালত পাড়ার বাসায় হামলা, ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। তার মালিকানাধীন দি টাঙ্গাইল ফিলিং স্টেশন ও রেস্তোরাতেও ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল ইসলাম আলমগীরের শিবনাথ পাড়াস্থ বাসভবনেও ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।

 

 

রবিবার, ৪ আগস্ট দুপুরের আগে ও পরে টাঙ্গাইল শহরে এই ঘটনাগুলো ঘটেছে। এরপরে টাঙ্গাইল শহরের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে এবং শহরের বিভিন্ন সড়ক শিক্ষার্থীদের দখলে রয়েছে।

এর আগে টাঙ্গাইল শহরের বটতলা ও ময়মনসিংহ রোডের সিএন্ডবি এলাকায় ছাত্রলীগ বহুতল ভবন থেকে গুলি চালায়। এতে আন্দোলনকারী একজনের পায়ে এবং আরেকজনের পেটে গুলি লাগে বলে জানা গেছে।

এ সময় শহরের দু’একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়া কোথাও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফৈ এলাকায় সাংসদ ছোট মনিরের মালিকানাধীন পেট্রোল পাম্পে ও রোস্তোরায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

তবে বিকাল পৌনে চারটায় নিরালা মোড় এলাকায় এবং এর পরে টাঙ্গাইল প্রেসক্লাবের পাশে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এরপরও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পারেনি পুলিশ।

টাঙ্গাইল শহরে দোকানপাট বন্ধ রয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ ও শহরের ভেতরে ছোট যানবাহন সীমিত আকারে চলছে। কর্মসূচি চলাকালে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা গেছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক সাদিকুর রহমান বলেন, ‘সাতজন আহত অবস্থায় এসেছে। অপারেশন চলছে। পরে বলা যাবে কে কিভাবে আহত হয়েছে।’

অন্যদিকে জেলার বাইরে ঘাটাইলে পুলিশ বক্সে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। কালিহাতী উপজেলা আওয়ামী লীগ অফিসেও ভাঙচুর করা হয়। এ সময় আন্দোলনকারীদের ধাওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারসহ দুইজন আহত হয়েছেন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন বলেন, আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। আমরা ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *