দেলদুয়ার প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশের বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
শুক্রবার, ৫ জুলাই দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির দেলদুয়ার উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ক করেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের অবোকাঠামোগত উন্নয়ন করেছে। একই সঙ্গে শিক্ষকদের জীবনযাত্রার মানও উন্নয়ন করেছে।
তিনি আরো বলেন, বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে চাকরি বাজার এখন অনেক কঠিন। তাই তথ্যপ্রযুক্তির জ্ঞান থাকতে হবে একইভাবে কারিগরী শিক্ষাব্যবস্থা প্রতিটি স্কুলে চালু করতে হবে।
এ ছাড়াও তিনি টিসিবির ব্যাপারে বলেন, ট্রাকে বা খোলা জায়গাতে না করে যাতে স্থানীয় দোকানিদের ডিলার দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে দ্রুত সময়ে তালিকা করে ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।
দেলদুয়ার উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতির দেলদুয়ার উপজেলা শাখার সম্মেলনে সাবেক কমিটির আহ্বায়ক দিন বন্ধু প্রামাণিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাকিলা পারভীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদ্যুৎ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক প্রমুখ।
সম্মেলনে জান মাহমুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর খানকে সভাপতি ও নাসিমুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।