মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সীমান্ত, ভাইস চেয়ারম্যান আজাহার -মাহবুবা

নির্বাচন ফিচার মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় চতুর্থ ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস প্রতীক), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহবুবা শাহরীন (কলস প্রতীক) ও ভাইস চেয়ারম্যান পদে আজহারুল ইসলাম আজাহার (তালা প্রতীক) বিজয়ী হয়েছেন।

 

 

বুধবার, ৫ জুন রাতে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুম থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ নুরুল আলম।

প্রাপ্ত ফলাফল কেন্দ্র থেকে জানা যায়, এ নির্বাচনে প্রয়াত এমপি একাব্বর হোসেনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আনারস প্রতীকের প্রার্থী ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত (আনারস) পেয়েছেন ৫৫ হাজার ৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এস.এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ-পিরিচ) পেয়েছেন ৩১ হাজার ৮৮৪ ভোট। এছাড়া অপরপ্রার্থী ফিরোজ হায়দার খান (মোটরসাইকেল) পেয়েছেন ২১ হাজার ৬৬৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহবুবা শাহরীন (কলস প্রতীক) ৫৫ হাজার ৪৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মীর্জা শামীমা আক্তার শিফা (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩৯ হাজার ৮৯১ ভোট। এছাড়া অপরপ্রার্থী চাঁদ সুলতানা (হাঁস প্রতীক) পেয়েছেন ১২ হাজার ৩৮৫ ভোট।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আজহারুল ইসলাম আজাহার (তালা প্রতীক) ৫৬ হাজার ৬৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শওকত মিয়া (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৫০ হাজার ০০৯ ভোট।

প্রসঙ্গত, এ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম আজাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *