
কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ডিম বোঝাই পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক শিপন আলী (৪০) ও হেলপার মুহাম্মদ আসলাম (৫৫) নিহত হয়েছেন।
বুধবার, ৫ জুন রাত দেড়টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন আলী কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে ও হেলপার শেখ মুহাম্মদ আসলাম বাগেরহাট জেলার কান্দাপাড়া গ্রামের মৃত শেখ আলিমুদ্দিনের ছেলে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, রাতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ডিম বোঝাই পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি আনালিয়াবাড়ীর ৯ নম্বর ব্রিজের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্বপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বলেন, আইনগত প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপভ্যান জব্দ করা হয়েছে।