টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচনে একমাত্র নারী প্রার্থী শামিমা আক্তার এগিয়ে আছেন

টাঙ্গাইল সদর নির্বাচন ফিচার

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক শামিমা আক্তার। ২৯ মে (বুধবার) অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে পুরুষের পাশাপাশি নারী ভোটারদের সমর্থনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে আশা করেন।

 

 

 

শামিমা আক্তার জানান, পাঁচ বছর ধরে ভাইস চেয়ারম্যান পদে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি বুঝতে পেরেছেন- ওই পদে থেকে কাজ করার সুযোগ নেই বললেই চলে। তাই উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার জন্য আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তিনি পদ-পদবী বিবেচনা না করে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন।

তিনি জানান, কোভিড-১৯ এর সময়কাল থেকে তিনি উপজেলার মানুষের পাশে থেকেছেন- তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চেষ্টা করেছেন। কোন উপলক্ষ ছাড়াই সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার যে কোন স্থানে তিনি ছুটে বেড়িয়েছেন। বিশেষ করে নারীদের যে কোন সমস্যার কথা জানতে পারলে তিনি সমাধানে ঝাঁপিয়ে পড়েছেন। উপজেলার মোট ভোটারের অর্ধাংশই নারী তাই তিনি নারীদেরকে বেশি প্রাধান্য দিয়ে তাদের নিয়ে অসংখ্য সভা-সমাবেশ করেছেন।

তিনি আরও জানান, বিগত সময়ে তিনি শুধুমাত্র নারীদের নিয়ে অনেক সভা-সমাবেশ করেছেন। সেখানে শুধুমাত্র নারীরাই নেতৃত্ব দিয়েছেন। সভার আয়োজন থেকে শুরু করে সব কাজ-কর্ম করেছেন। এ নির্বাচনে উপজেলার নারীরা ঐক্যবদ্ধ হয়েছেন। এবারের ভোটে তিনি উপজেলার নারীদের ভোটেই চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে আশাপ্রকাশ করেন।

বুধবার (২৯ মে) অনুষ্ঠিতব্য সদর উপজেলা পরিষদ নির্বাচনে আরও তিনজন প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক (ঘোড়া), সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা (দোয়াত-কলম) ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামছ উদ্দিন (মোটরসাইকেল)। এছাড়া, বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান আনছারী (হেলিকপ্টার) প্রার্থী হলেও প্রতীক বরাদ্দের পর তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, তৃতীয় ধাপে আগামী ২৯ মে বুধবার টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল সদর উপজেলা। এ উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ২৪ জন। ভাইস চেয়ারম্যান পদে মোট পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *