নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২৫ উপলক্ষে জাফর-নাসির প্যানেল মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
সোমবার, ১১ ডিসেম্বর সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা নির্বাচন কমিশনের চেয়ারম্যান হারুন অর রশিদের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এ সময় নির্বাচন কমিশনার এস আকবর খান ও অধ্যক্ষ আনন্দ মোহন দে উপস্থিত ছিলেন। জাফর-নাসির প্যানেলের মনোনয়ন পত্র সংগ্রহের সময় টাঙ্গাইল প্রেসক্লাবের অন্তত ৪০জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
জাফর-নাসির প্যানেলের বাইরে সভাপতি পদে দুইটি, সাধারণ সম্পাদক পদে তিনসহ মোট ১৪ মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। নির্বাচনে সভাপতি একজন, সহ-সভাপতি দুইজন, সাধারণ সম্পাদক একজন, কোষাধ্যক্ষ একজন, যুগ্ম সম্পাদক দুইজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এক, দপ্তর ও পাঠাগার সম্পাদক একজন ও কার্যকরি সদস্য পাঁচজন।
টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন কমিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ গত ২ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ১১ ডিসেম্বর সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ, ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬টা হতে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, আপত্তি গ্রহণ, নিষ্পত্তি ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হবে।