টাঙ্গাইলে ধর্ষণ মামলার বাদি এশার বড় বোনের মামলা: বাদির বন্ধু গ্রেপ্তার

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি; টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই ও টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি’র বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদি মির্জা আফরোজ এশার (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

 

 

শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১ টায় নিহত মির্জা আফরোজ এশার বড় বোন লুনা মির্জা বাদি হয়ে এশার বড় ভাই মির্জা জিয়াউর হাসান জনি ও এশার বন্ধু সৌরভের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে। মামলার পরই রোববার, ১৯ নভেম্বর সকালে এশার বন্ধু সৌরভ পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সৌরভ পাল শহরের থানা পাড়া এলাকার শ্যামল পালের ছেলে।

 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মির্জা আফরোজ এশার বোন লুনা মির্জা মামলা দায়ের করেন। মামলায় তাদের ভাই জনি মির্জা ও সৌরভ পাল নামের একজনকে আসামি করা হয়েছে।

তিনি জানান, নিহত এশা মির্জার লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রোববার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এর আগে শনিবার বিকালে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকার (বোয়ালী) নিজ বাসার তৃতীয় তলা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এশা করের বেতকা গ্রামের মৃত লতিফ মির্জার মেয়ে। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

উল্লেখ্য, চলতি বছরের ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় এশা বাদি হয়ে গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় এশা ধর্ষণের কারণে অন্তঃসত্তা হয়েছে বলে উল্লেখ করেন। পরে ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন ওই কিশোরী। এদিকে, ওই নারীকে অন্তঃসত্ত্বা প্রমাণ পেলেও ধর্ষণের আলামত পায়নি মেডিক্যাল বোর্ড।

৩০ জুন শুক্রবার, সন্ধ্যার দিকে টাঙ্গাইল শহরের ব্যুরো হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে ওই কিশোরী ছেলে সন্তানের জন্ম দেন। এর পর ধর্ষণের শিকার ওই নারীর গর্ভে জন্ম নেয়া নবজাতকের ডিএনএ টেস্টের রিপোর্ট দিতে নির্দেশ দেয় আদালত। ৯ অক্টোবর নবজাতকের ডিএনএ টেস্টের ফল পক্ষে আসায় ধর্ষণ মামলার আসামি বড় মনিরকে জামিন দিতে আপিল বিভাগের বেঞ্চ আদেশ দেন।

ধর্ষণের এই মামলাটি টাঙ্গাইলের পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিপিআই) তদন্ত করছে। শনিবার সন্ধ্যায় এশা মির্জার আত্মহত্যার খবরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। রোববার সকালে তার বন্ধু সৌরভ পালকে গ্রেপ্তার করেছে। এশার ভাই জনিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *