টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিকের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টাঙ্গাইল সদর ফিচার সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণ ছাত্রছাত্রীদের সংগঠন দশমিক এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার, ১৮ নভেম্বর টাঙ্গাইল জেলা শহরের পলাশতলী এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন দশমিক ফাউন্ডেশনের উপদেষ্টা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), শহর সেচ্ছাসেবক লীগের সভাপতি শিশির দাস, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দশমিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমেনা আক্তার তিলোত্তমা।

এ সময় আরো উপস্থিত ছিলেন দশমিক ফাউন্ডেশনের সহ-সভাপতি আলী আকবর, সহ-সভাপতি কানিজ ফাতিমা মীম, চিকিৎসা বিষয়ক সম্পাদক ত্রিজান চৌহান, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, কার্যকারী সদস্য অর্পিতা দত্ত, মীম, আফরোজা, শুভ, বিপ্লব, রাশেদ, তানভীর, জিহাদ, সিফাত, আলী আকবরসহ অন্যান্য সদস্যবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত-এর পর আলোচনা, কেক কাটা, সদস্যদের মাঝে পুরস্কৃার বিতরণসহ শুভেচ্ছা স্মারক, সার্টিফিকেট দিয়ে তাদের কাজে উৎসাহিত করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি, গান ও নাচের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *