ধনবাড়ী প্রতিনিধি: “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ধনবাড়ী উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার, ৪ নভেম্বর সকালে ধনবাড়ী উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করেন। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মুশুদ্দি বঙ্গবন্ধু মডেল গ্রামের সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন তালুকদার প্রমুখ।
এসময় ধনবাড়ী প্রেসক্লাব সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, ধনবাড়ী টেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ধনবাড়ী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক সাজন আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক রমজান আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিসহ উপজেলার সকল সমবায়ী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।