ধনবাড়ী প্রতিনিধি: বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও স্বল্প মেয়াদী আমন ধানের জাত বিনাধান ১৭ এর ৫০ বিঘার সমালয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বিনা উপকেন্দ্র জামালপুরের আয়োজনে শনিবার, ২১ অক্টোবর দুপুরে ধনবাড়ী উপজেলার নলহরা এলাকায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বিনা উপ-কেন্দ্র জামালপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আকরামের সঞ্চালনায় ও বিনা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেনের সভাপতিত্বে মাঠ দিবেস বক্তব্য দেন, বিনা’র বোর্ড অব ম্যানেজমেন্ট সদস্য মীর ফারুক আহমদ, ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিনা’র মহাপরিচালক ড. মোফাজ্জল ইসলাম, বিনার পরিচালক গবেষণা ড. মোঃ আব্দুল মালেক, প্রকল্প পরিচালক ড. মো. শহীদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানসহ অন্যান্যরা।
মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ৭০জন কৃষক কৃষাণী মাঝে বিনামূল্যে বিনা সরিষা-১১ এর বীজ বিতরণ করা হয়। পরে হারভেষ্টার মেশিনের মাধ্যমে ধান কর্তণ উদ্বোধন করা হয়।