মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে জরায়ু ক্যান্সার প্রতিরেধে কিশোরীদের এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার, ১৫ অক্টোবর সকালে সদরের পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যারয়ে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরীফ উদ্দিন, পুষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরফুন নিসা, স্বাস্থ্য সহকারী নির্মলা রানী রায়, পরিবার কল্যাণ সহকারী জান্নাতুল, মেডিকেল টেকনোলজিস্ট ইজাজুল ইসলাম, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামছুল ইসলাম শহিদ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন প্রমুখ।
উদ্বোধনকালে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এ টিকা কার্যক্রমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন অতিথিরা। রবিবার সকালে উপজেলার ৯টি ইউনিয়নের ২৮টি কেন্দ্রে একযোগে এই টিকাদান শুরু হয়। প্রথম দিন টিকা দেওয়া হয় ২০৮৯ জন কিশোরীকে। আগামী ১৮ কর্মদিবসে উপজেলার পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া এবং স্কুল বহির্ভূত মোট ২০ হাজার ৮৪০ জন কিশোরীকে এই টিকাদানের আওতায় আনা হবে বলে জানা গেছে।