ভূঞাপুরে ৩ দিনব্যাপি কৃষি মেলা উদ্বোধন: ৩৫০ কৃষক প্রণোদনা পেল

কৃষি জাতীয় ফিচার ভূঞাপুর

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে ‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে ৩ তিনব্যাপি কৃষি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার, ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি মেলার উদ্বোধন করা হয়। আগামী মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কৃষি মেলা চলবে।

 

 

উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে কৃষি মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম। ভূঞাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

 

 

এ উপলক্ষে মেলা উদ্বোধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম প্রামাণিক, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, অভিজিৎ ঘোষ, মিজানুর রহমান, কোরবান আলী তালুকদার প্রমুখ।

সভাশেষে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ একই অর্থ অছরে মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) আবাদ বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনার আওতায় উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক ও ক্ষুদ্র ৩’শ ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *