ভূঞাপুরে নৌকা বাইচে ধাওয়া-পাল্টা ধাওয়া: দু’গ্রুপে সংঘর্ষ!

খেলা জাতীয় ফিচার ভূঞাপুর

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট ম‌নি‌রের উদ্যো‌গে নৌকা বাইচ চলাকা‌লে নৌকা বাইচের দু’গ্রুপের মধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৮-১০জন আহতের খবর খবর পাওয়া গেছে।

 

 

বুধবার, ২০ সে‌প্টেম্বর নৌকা বাইচের দ্বিতীয় দিনে বি‌কালে উপ‌জেলার গো‌বিন্দাসী যমুনা নদী ঘাটের কুকাদাই এলাকায় নৌকাবাইচ চলাকা‌লে এ ঘটনা ঘ‌টে। পরপর ক‌য়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে।

 

 

জানা গে‌ছে, গো‌বিন্দাসীর যমুনা নদীর ঘাট এলাকায় প্রতি বছরের মতো এবারও সংসদ সদস্য ছোট ম‌নি‌রের উদ্যো‌গে দুইদিনব্যাপী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। বুধবার দ্বিতীয়‌ দি‌নে নিকরাইলের যমুনার তরী এবং গাবসারার কা‌লিপু‌রের আল্লাহ ভরসার না‌মের নৌকা প্রতি‌যো‌গিতা শুরু হয়।

প‌রে আল্লাহ ভরসা নামে নৌকাটি যমুনা তরীর নৌকার পেছনে পড়াকে কেন্দ্র ক‌রে ওই দুই বাইচকারী‌দের সা‌থে সংঘর্ষ বা‌ঁধে। এসময় আল্লাহ ভরসা নৌকাটি মাঝ নদী‌তে উল্টে গেলে বাইচকারীরা সাঁত‌রে কিনারায় আসে। প‌রে দুই গ্রু‌পের সা‌থে সংঘর্ষ বা‌ধে। এতে পরপর ক‌য়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘ‌টনা ঘ‌টে। সংঘ‌র্ষে ৮-১০জন আহত হ‌য়।

এদি‌কে নৌকা বাইচ শে‌ষে যমুনার তরী‌কে প্রথম বিজয়ী ঘোষণা করায় সন্ধ্যায় আবারও সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। প‌রে মঞ্চ থে‌কে অ‌তি‌থি চ‌লে যাওয়ার পর ম‌ঞ্চে হামলা করা হয় ব‌লে জানা গে‌ছে।

যমুনার তরী নৌকার প‌রিচালনা ক‌মি‌টির সদস্য ও নিকরাইল ইউপি সদস্য মোঃ আব্দুল ক‌রিম মেম্বার ব‌লেন, আল্লাহ ভরসার নৌকার বাইচকারীরা হে‌রে যাওয়ায় তারা যমুনা তরীর নৌকার বাইচকারী‌দের উপর হামলা ক‌রে। এতে ৮-১০ জন আহত হ‌য়। তাদের উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌকা বাইচ আয়োজক ক‌মি‌টির সভাপ‌তি ও গো‌বিন্দাসী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান দুলাল হো‌সেন চকদার জানান, বাইচ চলাকালীন দুই নৌকার বাইচকারী‌দের ম‌ধ্যে হাতাহা‌তির ঘটনা ঘ‌টে‌ছিল। তবে সংঘর্ষ হয়‌নি।

উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সুমাইয়া জানান, নৌকাবাইচে মারামা‌রির ঘটনায় একজন‌কে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এছাড়া আরেকজন চি‌কিৎসা নি‌য়ে‌ছেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ সা‌থে মোবাইলে একাধিকবার যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

উল্লেখ্য, নৌকা বাইচ অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-‌ গোপালপুর) আস‌নের সংসদ সদস্য তানভীর হাসান ছোট ম‌নির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হো‌সেন, উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার ভূ‌মি ফা‌হিমা বিন‌তে আখতা‌র, ভূঞাপু্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক তা‌হেরুল ইসলাম তোতা, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম বাবু, গো‌বিন্দাসী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান ও নৌকা বাইচ আয়োজক ক‌মি‌টির সভাপ‌তি দুলাল হো‌সেন চকদার প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *