টাঙ্গাইলে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর ফিচার সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সারাদেশের মতো হরিজন ঐক্য পরিষদের আয়োজনে নূন্যতম মজুরী ২০ হাজার টাকা দাবী ও রংপুর সিটি কর্পোরেশনে হরিজন পরিচ্ছন্নতা কর্মীর উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার, ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় নিড়ালা মোড়ে কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ওয়াহেদুজ্জামান মতি। অন্যান্যের মধ্যে মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক রিপন হরিজন, সংগঠনের সহসভাপতি খোকন হরিজন, সহসভাপতি রুপলাল হরিজন, সহসভাপতি মানিক হরিজন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত হরিজন, যুবনেতা স্বাধীন হরিজন প্রমুখ।

 

 

মানবন্ধনে বক্তারা রংপুর সিটি কর্পোরেশনে হরিজন পরিচ্ছন্নতা কর্মীদের অধিকার চাইতে গেলে তাদের উপর সন্ত্রাসী বাহিনীর বর্বোরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবী করেন। হামলার ঘটনায় আহতদের চিকিৎসার খরচসহ ক্ষতিপূরণ দাবী করেন। এছাড়া, হরিজনদের কাজের জন্য নূন্যতম মাসিক মজুরী ২০ হাজার টাকা প্রদানের দাবী জানান।

এছাড়া, টাঙ্গাইল জেলা শাখার হরিজন ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা মিঞ্জুলাল হরিজন, উপদেষ্টা রাধেশাম হরিজন, সাবেক সহসভাপতি বলাই হরিজন, সাবেক প্রচার সম্পাদক পূর্ণা হরিজন, মহিলা সম্পাদিকা লিপি হরিজন, দুলারী হরিজনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *