ভূঞাপু‌র ১০ হাজার লোকের গণভোজ করালেন আওয়ামী লীগ নেতা

ভূঞাপু‌র ১০ হাজার লোকের গণভোজ করালেন আওয়ামী লীগ নেতা

ফিচার ভূঞাপুর

ভূঞাপু‌র প্রতিনিধি: ভূঞাপু‌র উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপল‌ক্ষে ১০ হাজার মানুষ‌কে গণ‌ভোজ করালেন উপ‌জেলা আওয়ামী লীগের সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা মাসুদুল হক মাসুদ। তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আসন্ন জাত‌ীয় সংসদ নির্বাচ‌নে দলের মনোনয়ন প্রত্যাশী।

 

সোমবার, ২৮ আগস্ট দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগ আয়ো‌জিত দোয়া মাহ‌ফিল ও গণ‌ভোজ অনুষ্ঠা‌নে প্রধান অতিথি ছি‌লেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আরেকজন মনোনয়ন প্রত্যাশী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে গণভোজ অনুষ্ঠানে যোগ দেন।

 

উপ‌জেলার কয়েড়ার ৯নং ওয়ার্ডের কর্মী আনোয়ার হোসেন ও জুলহাস উদ্দিনসহ অনেকে বলেন, গণভোজ ও আলোচনা সভা অনুষ্ঠানে এত লোকের সমাগম এর আগে কখনো দেখেনি। গণভোজে কমপক্ষে ৮-১০ হাজার মানুষ অংশ নেন। তাছাড়া অনুষ্ঠানে একমঞ্চে দুই এম‌পি মনোনয়ন প্রত্যাশীকে সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে নৌকায় ভোট চাইতেও দেখেনি।

 

গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে এবং সাবেক ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনের সঞ্চালনায় উপ‌স্থিত ছি‌লেন গোপালপুর পৌরসভা মেয়র রকিবুল হক ছানা, উপ‌জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি সরন দত্ত, যুগ্ম সম্পাদক সা‌হিনুল ইসলাম তরফদার বাদল, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান আলিফ নুর মি‌নি, গোপালপুর উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান মীর রেজাউল হক, ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান বিল‌কিস জাহান, জেলা প‌রিষদ সদস‌্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু, নিকর‌াইল ইউপি চেয়ারম‌্যান মাসুদুল হক মাসুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *