নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল আনসার ও ভিডিপি কার্যালয়ে অস্ত্রসহ ২১ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শনিবার শেষ হয়েছে।সমাপনী অনুষ্ঠানে আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ ইব্রাহিম খলিল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি’র সার্কেল আডজুট্যান্ট মোঃ আলমগীর হোসেন ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. মরিয়ম বেগম। অস্ত্রসহ ২১দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ দ্বিতীয় ধাপে (পুরুষ) জেলার ১২টি উপজেলার ১৩০জন ভিডিপি সদস্য অংশ নেন। প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের উপর ব্যাপক ধারণা দেওয়া হয়।