সতর্কীকরণ-ছবির-ব্যক্তিকে-চিনে-রাখুন

সতর্কীকরণ: ছবির ব্যক্তিকে চিনে রাখুন!

অপরাধ টাঙ্গাইল টাঙ্গাইল সদর দুর্নীতি ফিচার স্বাস্থ্য

সময়তরঙ্গ ডেক্স: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বাড়ী এই ভুয়া চিকিৎসক মোঃ মোরশেদ আলম-এর। সম্প্রতি এ ভুয়া চিকিৎসককে চিহ্নিত করা হয়।

গাইবান্ধা জেলার সদর হাসপাতাল রোডে মোঃ মোরশেদ আলম নামে এই ব্যক্তি বিগত ৬-৭ বছর ধরে Bmdc reg no A- ২১২৪৭ ব্যবহার করে প্রাইভেট প্র্যাকটিস করে আসছিলেন। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান করে জানা যায়, ডা. মোঃ মোরশেদ আলম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বাসিন্দা এবং উনি টাঙ্গাইলের আয়েশা মেমোরিয়াল হসপিটালে নিয়মিত প্র্যাকটিস করেন।

 

টাঙ্গাইল জেলার বিভিন্ন প্রান্তে এ ধরনের ভুয়া চিকিৎসক ও ভুয়া ক্লিনিক হয়তো রয়েছে। যারা সেবা নয়, অর্থ উপার্জনে ব্যস্ত থাকেন সর্বদা। এদের কারো সন্ধান /প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসে অভিযোগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *