নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন ২জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মৃত দুই মহিলা দেলদুয়ার উপজেলার বাসিন্দা; তারা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতরা হলেন- উপজেলার পাচুরিয়া গ্রামের লাভলি আক্তার (৩৮), দেলুয়াকান্দি গ্রামের রিজিয়া বেগম (৪০)। জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ৪ জন।
এদিকে, টাঙ্গাইল জেলায় বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা সিভিল সার্জন ডা. মোঃ মিনহাজ উদ্দিন মিয়া রবিবার, ২০ আগষ্ট সকালে জানিয়েছেন, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৪২ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ২৬৭ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১৩২ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩৫ জন রোগী।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৩ জন, নাগরপুর উপজেলায় ৬ জন, সখীপুর উপজেলায় ৩ জন, মির্জাপুর উপজেলায় ৮ জন, মধুপুর উপজেলা ২ জন, গোপালপুর উপজেলায় ৩ জন এবং ধনবাড়ী উপজেলায় ৭ জন রয়েছেন।