সখীপুর প্রতিনিধি: সখীপুরে দেড়শ বস্তা পোল্ট্রি খাবার নিয়ে ট্রাক উল্টে খালে পড়ে গেছে। এতে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার পোল্ট্রি ফিড বিনষ্ট হয়েছে। আজ শনিবার, ১৯ আগস্ট উপজেলার সখীপুর কালিয়ান সড়কের বেতুয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে পরিবহণ ও খাদ্য ডিলার মোটা অংকের টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জান যায়, ঢাকা থেকে দেড়শ বস্তা পোল্ট্রি ফিড নিয়ে ট্রাকটি কালিহাতি উপজেলার বল্লা বাজারে যাচ্ছিল। দুপুর সাড়ে বারোটার দিকে পোল্ট্রি ফিড বোঝাই ট্রাকটি উপজেলার বেতুয়া বাজারের নিকট ব্রীজ পার হয়ে খানাখন্দ স্থানে মাটি ধ্বসে উল্টে খালে পড়ে যায়। এতে ট্রাকের মুরগির খাবার পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সখীপুর থেকে কালিয়ান রাস্তাটি অল্পদিন আগে নির্মাণ হলেও শুরু থেকেই রাস্তাটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়। প্রায় প্রতিদিনই এখানে পিকআপ ট্রাক ও অন্যান্য পণ্যবাহী গাড়ি ফেসে যায়। দীর্ঘসময় গাড়ি আটকা থাকায় যানজটের সৃষ্টি হয়।
ট্রাকটির চালক আমিনুল ইসলাম জানান, তিন লাখ টাকার বেশি খাবার নষ্ট হয়েছে। এছাড়া ট্রাকটি পড়ে যাওয়ায় গাড়িটির অনেক ক্ষতি হয়ে গেছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্থানীয় বাসিন্দা কামরুল হাসান বলেন, সখীপুর থেকে বেতুয়া, কালিয়ান হয়ে টাঙ্গাইল যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা এটি। রাস্তাটি নির্মাণের দুই বছর পার হতে না হতেই বিভিন্ন খানাখন্দের সৃষ্টি হয়ে রাস্তাটির অবস্থা বেহাল হয়ে গেছে। চলাচলের সময় প্রায় প্রতিদিনই এ স্থানটিতে এমন জনদুর্ভোগ দেখতে পাই। জনগণের ভোগান্তি কমাতে রাস্তাটির সাময়িক মেরামতের জন্য হলেও মাননীয় এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয় ও উপজেলা এলজিইডি প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকলের নিকট আহ্বান জানান তিনি।
বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য মোঃ উজ্জল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে চেয়ারম্যান মহোদয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। শীঘ্রই খানাখন্দে ভরা স্থানটা যান চলাচলের উপযোগী করার ব্যবস্থা করা হবে।