সখীপুরে-বাফওয়া-পরিচালিত-গোল্ডেন-ঈগল-নার্সারী-স্কুলের-নব-নির্মিত-ভবন-উদ্বোধন

সখীপুরে বাফওয়া পরিচালিত গোল্ডেন ঈগল নার্সারী স্কুলের নব-নির্মিত ভবন উদ্বোধন

ফিচার সখিপুর

সখীপুর প্রতিনিধি: বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) পরিচালিত গোল্ডেন ঈগল নার্সারী স্কুলের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার, ৩১ জুলাই দুপুরে সখীপুর উপজেলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরে বেলুন ও পায়রা উড়িয়ে নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী তাহমিদা হান্নান।

 

অনুষ্ঠানে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রীগণ, বাফওয়ার সকল আঞ্চলিক শাখার সভানেত্রীগণ, বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের এয়ার অধিনায়ক এবং বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারীর শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ‘সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য’ এই মূলমন্ত্রে বাংলাদেশে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ১৯৭৭ সালের ১০ জুন প্রতিষ্ঠিত হয়। বাফওয়া প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যার অংশ হিসেবে নব-নির্মিত ভবন উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *