বাসাইল প্রতিনিধি: বাসাইলে ঝিনাই নদীতে পিকনিকের ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে এরশাদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার, ২১ জুলাই সকাল ১০ টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিলপাড়া সেতুর নিচে এ ঘটনা ঘটে।
নিখোঁজ এরশাদ মিয়া উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে। স্থানীয় ইউপি সদস্য আশরাফুজ্জামান বক্তার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নৌকাটির ইঞ্জিনের দায়িত্বে থাকা ইয়ামিন মিয়া বলেন, শুক্রবার সকালে তারটিয়া থেকে ইঞ্জিনচালিত পিকনিকের নৌকায় ৩৫ জন লোক নিয়ে মির্জাপুরের বড়ইবাড়িতে যাচ্ছিলাম। সকাল ১০টার দিকে ঝিনাই নদীর সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এরশাদ নৌকা থেকে পড়ে গিয়ে নদীতে ডুবে যান। এ সময় পিকনিকের এক যাত্রী তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। নদীতে অনেক স্রোত রয়েছে। পরে নদীর ভাটিতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।