টাঙ্গাইল-প্রাইভেট-এম্বুলেন্স-মালিক-শ্রমিক-সমিতির-ধর্মঘট-পালিত

টাঙ্গাইল প্রাইভেট এম্বুলেন্স মালিক শ্রমিক সমিতির ধর্মঘট পালিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গইল জেলা এম্বুলেন্স মালিক সমিতি ৬ দফা দাবিতে ব্যতিক্রমধর্মী ধর্মঘট কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে তাদের ৬ দফা দাবিতে এম্বুলেন্স এ সিগনাল বাজিয়ে অর্ধশত এম্বুলেন্স শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকের কলেজ হাসপাতাল থেকে এম্বুলেন্সগুলো বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় হাসপাতাল গেটে গিয়ে শেষ হয়। এর আগে সেখানে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে এম্বুলেন্স মালিক-শ্রমিকরা।

 

এ সময় মালিকরা তাদের ৬দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে- এম্বুলেন্স-এর আয়কর নেয়া চলবে না , এম্বুলেন্স-এর জাতীয় নীতিমালা গঠন, প্রধানমন্ত্রীর ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন, হাসপাতালগুলোতে পার্কিং সুবিধা, সড়কে হয়রানিমূলক পথ চলতে আলাদা লেন ও রোগী থাকা অবস্থায় দ্রুত গ্যাসের নিশ্চয়তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *