নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভা “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরে ডেঙ্গু প্রতিরোধ সচেনতা ও পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার, ১৩ জুলাই বিকালে টাঙ্গাইল শহীদ মিনার নিরালা মোড়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার মেয়র এস. এম সিরাজুল হক আলমগীর বলেন, সারা দেশে ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সরকার ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করেছে। এছাড়া আমাদের বাড়ীর সবাইকে সচেতন করার পাশাপশি, আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পর্যায়ক্রমে পৌরসভার ১৮টি ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন, কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস, রুবেল মিয়া, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জহুরুল আজাদ, মোঃ নুরুল ইসলাম রকি, মুন্না চৌধুরী, মহিলা কাউন্সিলর মোছাঃ মাহমুদ খান জেবু, সেলিনা আক্তার প্রমুখ।