![](https://somoytaronganews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় এক অটোরিকশাচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুলাই) রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আলম মিয়া উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনুটিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা আলমের ঘরে সিঁধ কাটা দেখতে পায়। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলমকে ডাকাডাকি করে। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ এসে আলমের গলা কাটা মরদেহ উদ্ধার করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। বুধবার রাতের কোনো এক সময় চোর চক্র আলমের ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর চুরি করার সময় হয়তো আলম ওই চোরদের চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।