sattar-ukil

প্রবীণ সাংবাদিক ও চারণ কবি এম এ ছাত্তার উকিলের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: প্রবীণ সাংবাদিক ও চারণ কবি এম এ ছাত্তার উকিলের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থা, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ৬ জুলাই, বৃহস্পতিবার বিকাল ৫টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক অলক কুমারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মাসুদুর রহমান (মিলন)।

স্মরণসভায় বক্তব্য রাখেন এপার বাংলা ওপার বাংলার কবি ও সাংবাদিক মাহমুদ কামাল, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কামনাশীষ শেখর, সাপ্তাহিক গণ বিপ্লব প্রত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ আহাম্মদ আব্বাসী, এম এ ছাত্তার উকিলের ছেলে মোঃ তাইজুল ইসলাম (টুটুল) ও তার বড় মেয়ে মোছাঃ শাম্মী আক্তার (শম্পা)।

এসময় দৈনিক কালের বার্তার চীফ রিপোর্টার মোঃ খোরশেদ আলম, দৈনিক কালের বার্তার নির্বাহী সম্পাদক মোঃ মোস্তাফা কামাল, সুমন খানসহ মরহুমের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া মাহফিলে চারণ কবি প্রবীণ সাংবাদিক এম এ ছাত্তার উকিলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, টাঙ্গাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও প্রেসক্লাবের সহ সভাপতি; দৈনিক কালের বার্তা ও সাপ্তাহিক মৌবাজার পত্রিকার সম্পাদক; বিশিষ্ট ছড়াকার ও চারণকবি, প্রবীণ সাংবাদিক এডভোকেট এম এ ছাত্তার উকিল (৭৪) গত ৩ জুলাই, সোমবার সন্ধ্যায় না ফেরার দেশের চলে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *